বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ আজ রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রকাশিত: ০২:৫৩, ১১ মে ২০২২

Google News
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ আজ রাতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে চলছে। আজ মঙ্গলবার (১০ মে) ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শেষ হবে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জুন থেকে। এবারের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগের মতো পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে এবছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা যা গত বছরের চেয়ে ৩৫০ টাকা বেশি। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময় পর কোনো ভর্তিচ্ছু আর আবেদনের সুযোগ পাবে না। আবেদনের শেষ সময় মঙ্গলবার (১০ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে সব ইউনিট মিলে হতকাল ১০ মে দুপুর পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ২ লাখ ৭৭ হাজার। এর মধ্যে ক ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার, খ ইউনিটে ৫৫ হাজার, গ ইউনিটে ২৯ হাজার, ঘ ইউনিটে প্রায় ৭৩ হাজার এবং চ ইউনিটে এখন পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ৬ হাজার।

ইউনিটগুলোর ভর্তি পরীক্ষার তারিখ:

ভর্তি কমিটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা)।

তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)। 

২০ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়া শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে। 

১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

রেডিওটুডে নিউজ/ইআ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের