
সংগৃহিত ছবি
আজ জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় তার জন্ম। নাজমুজ্জামান মনি এবং শামীমা আখতার দম্পতির বড় মেয়ে মৌসুমী।
ছোটবেলা থেকে অভিনেত্রী এবং গায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন। ফলে ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পান।
এরপর ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর।প্রথম ছবিতেই পরিচালক-প্রযোজক এবং দর্শকের নজর কাড়েন মৌসুমী।
মৌসুমী তার ক্যারিয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনবার। ছয়বার পেয়েছেন বাচসাস পুরস্কার। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের হয়ে কাজ করেন তিনি।
রাত ১২টার পর স্বামী ওমর সানি ও সন্তানদের নিয়ে জন্মদিনের কেক প্রিয়দর্শীনী মৌসুমী।সেই ছবি ও একটি ভিডিও পরে তার ফেসবুকে প্রকাশ করেছেন।
রেডিওটুডে নিউজ/এসবি