বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

গোপনে `আগুন` সিনেমার শ্যুটিং করছেন শাকিব খান

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ৮ নভেম্বর ২০২২

Google News
গোপনে `আগুন` সিনেমার শ্যুটিং করছেন শাকিব খান

ফাইল ছবি

আমেরিকা থেকে দেশে আসার পর একের পর এক নেতিবাচক খবর আসছিল শাকিব খানকে নিয়ে। তবে এবার জানা গেছে গোপনে তিনি ‘আগুন’ সিনেমার শেষ লটের শুটিং করছেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন উপস্থাপক, মডেল ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। সিনেমাটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।

পরিচালক বদিউল আলম খোকন পরিচালিত শাকিবের অন্যান্য সিনেমার মতো এটি নিয়েও সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা। কারণ এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফিরছেন পরিচালক-নায়কের সুপারহিট জুটি খোকন-শাকিব।

গত ৫ নভেম্বর থেকে প্রায় দুই বছর পর সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে সিনেমার শুটিং চলছে। শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গাজীপুরে এর শুটিং চলছে। শুটিং শেষ হওয়ার পরই সম্পাদনের টেবিলে যাবে সিনেমাটি।

জানা গেছে, সামনের দুই ঈদের যেকোনো একটি ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের