শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

সংগীত শিল্পী জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০০:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

Google News
সংগীত শিল্পী জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় কানাডিয়ান সংগীত শিল্পী জাস্টিন বিবারের বিরুদ্ধে বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এতে তার বিরুদ্ধে ‘গুলি চালানোর ঘটনায়’ সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সুপার বোল এলভিআই খেলা শেষের পার্টিতে গুলি চালায় কিছু অজ্ঞাত ব্যক্তি। এতে মোট তিনজন ব্যক্তি আহত হয়েছিলেন। এর মধ্যে মার্ক শেফার ও অ্যাডাম রহমান নামের দুজন মিলে জাস্টিন বিবারসহ কয়েকজনের নামে মামলাটি করেছেন।

অদ্ভুত ব্যাপার হলো, মামলায় অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে মার্কিন র‍্যাপার কোডাক ব্ল্যাকও। যিনি নিজেই সেই গুলিতে আহত হয়েছিলেন! শুধু তাই নয়, ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে লস অ্যাঞ্জেলস শহর, পশ্চিম হলিউড শহর এবং লস অ্যাঞ্জেলস কাউন্টিকেও।

এদিকে মামলার বিষয়ে কোডাক ব্ল্যাকের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন বলেছেন, আমি আমার ২৬ বছরের ক্যারিয়ারে অনেক বাজে অভিযোগ দেখেছি। তবে এটা সবচেয়ে সস্তাভাবে সাজানো অভিযোগ। আমি আশা করছি, কোডাক শিগগিরই এই মামলা থেকে খালাস পাবেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের