
সংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী
বিখ্যাত লোকসংগীত শিল্পী এক অনন্য প্রতিভার সাক্ষী হলো সুভাষ চক্রবর্তী। ২৫ ফেব্রুয়ারি শনিবার প্রখ্যাত এই লোকসংগীত শিল্পী কলকাতায় মারা যান। বেশ কিছুদিন ধরেই বয়স জনিত কারণে রোগে ভুগছিলেন এই সংগীতশিল্পী। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর।
সুভাষ চক্রবর্তী লোকসংগীত এর টুসু,ঝুমুরকে ভালোবেসে এবং বাঁকুড়ার ভাদু ইত্যাদি গানগুলোকে গেয়ে আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করেছিলেন। তার অনবদ্য প্রতিভাড় জোয়ার ছড়িয়ে পড়েছিল বাঁকুড়া থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তার গাওয়া 'লাল পাহাড়ের দেশে যা' গানটি বিপুল সংখ্যক জনপ্রিয়তা অর্জন করেছিল দেশে এবং বিদেশে।
তিনি যে শুধুমাত্র গান গেয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন তা নয় প্রচুর গান নিজেও লিখেছেন এবং সুরারোপ ও করেছেন।
সম্প্রীতি কলকাতাতেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তদের শেষ শ্রদ্ধার জন্য শনিবার বিকেল থেকে তার মৃতদেহ রবীন্দ্র সদনে রাখা হয়েছে।
এস আর