 
				রাম চরণ
দক্ষিণি সিনেমা ‘আরআরআর’ সিনেমাটির বিজয়রথ এখনও চলমান। দুটি আন্তর্জাতিক পুরষ্কার এরইমধ্যে জিতে নিয়েছে এই ছবি। একইসঙ্গে রাম চরণের ক্যারিয়ারও ছুটছে সাফল্যের সঙ্গে। গুঞ্জন উঠেছে, রামচরণ এবার হলিউডে নাম লেখাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে এ তথ্য।
বেশ কিছুদিন ধরে রাম চরণের হলিউড যাত্রার গুঞ্জনটি শোনা গেছে। বিষয়টি নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুলেছেন তিনি। এ প্রসঙ্গে রাম চরণ বলেন, "সিনেমাকে সম্মান করা হয় এবং দর্শকরা অভিনয় দেখতে ভালোবাসে, এমন যেকোনো দেশেই আমি কাজ করতে রাজি। যেখানেই সিনেমা, সেখানেই আমি। হ্যাঁ, অবশ্যই আলোচনা চলছে। কিন্তু সেই কথাবার্তা যদি পাকা হয় এবং আমি বিদেশের কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, তাহলে সে খবর তো পাবেনই... আর কয়েক মাসের মধ্যেই তা জানা যাবে।"
যদিও হলিউডের কোন পরিচালকের সিনেমায় কাজ নিয়ে কথা হচ্ছে সে বিষয়ে জানাননি রাম চরণ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠানে যোগ দিতে সেখানে রয়েছেন তিনি। এবারের অস্কারে বেস্ট অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি।
রেডিওটুডে নিউজ/এসবি
































 
				 
				 
				 
				 
				 
				 
				