
সুহানা খান
বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে হওয়াতে সহজেই সংবাদের শিরোনাম হন তার কন্যা সুহানা খান। তেমনিভাবে এবারও তার নাম আলোচনায় উঠে এসেছে ভিন্ন একটি কারণে। আপত্তিকর শব্দ নাকি শোনা গেছে সুহানার মুখে।
গতকাল রবিবার (১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতার মধ্যকার ম্যাচ ছিল। ম্যাচ দেখতে ছোট ভাই আব্রামকে নিয়ে গ্যালারিতে হাজির হন সুহানা। উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান আউট হওয়ার পর ক্যামেরার লেন্স খুঁজে নেয় সুহানাকে।
এরপর ভিডিওতে শাহরুখকন্যার মুখের অঙ্গভঙ্গি দেখেই প্রশ্ন ওঠে। আবেগের বশে অশ্লীল শব্দ বেরিয়ে গেল কি তার মুখ দিয়ে? ভিডিও আপলোড করে সেই প্রশ্ন সংবাদসংস্থা রেডিটের। অবশ্য এ প্রশ্নের উত্তর মেলেনি।
বলিউড কিং খানের মেয়ে সুহানা জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমে বি-টাউনে পা রাখছেন।
রেডিওটুডে নিউজ/এসবি