রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

চিত্রনায়ক ফারুক আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১৫ মে ২০২৩

আপডেট: ১৮:২৮, ১৫ মে ২০২৩

Google News
চিত্রনায়ক ফারুক আর নেই

ফারুক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান মারা গেছেন।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকাল দশটায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ছেলে বলেন, ঢালিউড হিরো ফারুকের মরদেহ মঙ্গলবার (১৬ মে) ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন এই অভিনেতা। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমাতে অভিষেক হয় তার। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা কবরী। ১৯৭৩  সালে খান আতাউর রহমানের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’, ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ এই দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রায় পাঁচ দশক বাংলা চলচ্চিত্রে অবদান রেখেছেন ফারুক।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের