টাইগার থ্রির প্রচারণায় শাহরুখ খান!

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬,

১৪ মাঘ ১৪৩২

Radio Today News

টাইগার থ্রির প্রচারণায় শাহরুখ খান!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
টাইগার থ্রির প্রচারণায় শাহরুখ খান!

শাহরুখ খান ও সালমান খান

সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’ এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ‘জাওয়ান’ এর কানেকশন খুঁজে পেয়েছে সিনেমাপ্রেমিরা। সালমান খানের হয়ে এবা গলা ফাটালেন শাহরুখ খান। দুই খানের যে বন্ধুত্ব সেটা বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহলের সবাই জানে। এবার টাইগার থ্রির পক্ষে কথা বললেন বলিউড কিং শাহরুখ।

শাহরুখ খান বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শুটের অবসরে এক্স হ্যান্ডেলে প্রশ্নত্তোর পর্ব করেন। সেখানে ভক্তরা টাইগার থ্রির প্রথম ঝলক টিজার নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তা তার নজর এড়ায়নি। জওয়ান-এর হাজার কোটির ক্লাবে প্রবেশের উদযাপনের মাঝে সালমানের আগামী সিনেমার প্রচারও করলেন শাহরুখ।

টাইগার থ্রির টিজারের ব্যাপারে তিনি বলেন, "এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ সিনেমা হতে চলেছে।"

শাহরুখ বলেন, "ভাই ভাই-ই হয়... টাইগার থ্রির ঝলক দারুণ লেগেছে।"

উল্লেখ্য, টাইগার থ্রির টিজারের জন্য বছরখানেক ধরে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে তাদের। টিজার রিলিজ করে যেন দিওয়ালির বক্স অফিসে দামামা বাজানোর ঘোষণা দিলেন সালমান। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের