রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

রোববার,

১০ ডিসেম্বর ২০২৩,

২৫ অগ্রাহায়ণ ১৪৩০

Radio Today News

`আমার কোনো ক্ষতি হলে রাজ দায়ী থাকবে`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Google News
`আমার কোনো ক্ষতি হলে রাজ দায়ী থাকবে`

শরীফুল রাজ, রাজ রিপা ও মোহাম্মদ মুস্তফা কামাল রাজ

গতকাল শুক্রবার রাতে সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গ্রুপ পর্বের এই ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে শুরু হয় মারামারি। মারামারিতে আহত হন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদেরকে পরবর্তীতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়।

এদিকে সামাজিক মাধ্যমে রাজ রিপা জানিয়েছেন, "তার ক্যারিয়ার ও তার কোনো ক্ষতি হলে মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ দায়ী থাকবেন। এ প্রসঙ্গে নিজের ফেসবুকে রিপা লেখেন, ‘আমাদের দলের কাউকে এবং আমার ফিল্মের ক্যারিয়ার ও আমার যদি কোনো ক্ষতি হয়, তার জন্য আমাদের হুমকি দেওয়া ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই ও পানির বোতল ফিক্কা (পড়ুন ছুড়ে মারা) মেরে শাসানো অভিনেতা শরিফুল রাজ ভাই দায়ী থাকবে। এবার চালিয়ে যান আপনাদের পলিটিক্স। মদ খেয়ে খেলার মাঠে মাতলামি, বাহ বাহ।"

এরপর কয়েক ঘণ্টা পর একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন রাজ রিপা। ক্যাপশনে তিনি লেখেন, "ক্রিকেট খেলার মাঠে সত্যিটা দেখেন। আপনারাই দেখেন, কমলা রঙ্গের গেঞ্জি পরা দল মোস্তফা কামাল রাজ ভাইয়ের দল আমাদের কীভাবে হামলা করেছে। হাতে ব্যাট, স্ট্যাম্প নিয়েই মারছে আমাদের দলকে।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের