তানিয়া আহমেদ ও এস আই টুটুল
কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ ছিলেন মিডিয়া জগতের আদর্শ জুটির মধ্যে অন্যতম ছিল। কিনতি বছর দুয়েক আগে চুপি চুপি ২৩ বছরের সংসারের ইতি টানেন দুজন। সেই খবরটি প্রকাশ্যে আসে গত বছর। তখন জানা যায়, আবারও বিয়ে করেছেন টুটুল। যদিও আড়ালেই ছিল তানিয়ার সঙ্গে গায়কের বিচ্ছেদের কারণ। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তানিয়া।
তিনি বলেন, "বাস্তব জীবনে আবেগটা অন্য রকম। প্র্যাকটিক্যাল লাইফে এটা কঠিন। এটা যখন জীবনের ওপর কোনো প্রভাব ফেলে, তখন মনে হয়েছে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করেছি। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। মানুষ বলবে তানিয়া আপা এমনিতেই আপনার একটা পাস্ট লাইফ ছিল। এখন আবার কেন। সাধারণত মেয়েরা এই সাহসই করে না। কিন্তু লাভ হয়নি।"
সম্পর্কে টান ছিল না উল্লেখ করে তানিয়া বলেন, "ওর তো একটা জীবন আছে। চাওয়া–পাওয়া থাকতে পারে। ও যা কিছু করেছে...বাইরে গেছে, দেখেছি সোনিয়ার সঙ্গে (যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিন সিরাজ) তার সঙ্গে একটা রিলেশন হয়েছে। মানুষের তো জীবন ওটা। ও তো মানুষ। এটা নিয়ে আমার নেতিবাচক কিছু বলার নেই।"
শারমিন সিরাজের সঙ্গে সম্পর্কের পরই তানিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করেন এস আই টুটুল। বন্ধ করে দেন তানিয়ার সঙ্গে যোগাযোগ। বিষয়টি বুঝতে পেরে তানিয়াও বন্ধ করেন যোগাযোগ। এ নিয়ে তিনি বলেন, "যেদিন মনে হয়েছে টুটুল আমার আমার সঙ্গে থাকতেই চায় না, সেদিনই আমি টুটুলকে সবকিছু থেকে ব্লক করে দিই। আমাদের সন্তানেরা সেখানে আছে। এখন আমার বাচ্চারাই ফোন দেয়। তাদের সঙ্গে কথা হয়। আমি চাই না বাচ্চারা অসম্মান করা শিখুক। তাঁদের বাবাকে অসম্মান করুক চাই না। তবে এই ব্লক আর কোনো দিন খুলব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সেই টুটুলকেই চেয়েছি, এস আই টুটুলকে চাইনি।"
উল্লেখ্য, টুটুল ১৯৯৯ সালে তানিয়াকে বিয়ে করেন। দীর্ঘদিন সুখে শান্তিতে সংসার করছিলেন তারা। ২০২১ সালে ঘর ভাঙ্গে তাদের।
রেডিওটুডে নিউজ/এসবি