
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৪ জন নারী। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭ জনে।
একইসময়ে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬.৫৪ শতাংশ।
অন্যদিকে এই পর্যন্ত দেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় মোট ৯২ লাখ ৭২ হাজার ১২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৪৯ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৫ জনসহ মোট ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সুস্থ হয়েছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ১৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৮ জন, খুলনার ৪ জন, রাজশাহীর ৪ জন, বরিশালের ২ জন এবং সিলেট বিভাগের ২ জন রয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে চলতি বছরের ৫ এবং ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু এবং ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়েছিল।
রেডিওটুডে নিউজ/ইকে