শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

ছয় দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৫, ৬ ডিসেম্বর ২০২৩

Google News
ছয় দিনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের (ডিসেম্বর) ছয় দিনে ১৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন। এ নিয়ে চলতি মাসের ছয় দিনে ৩ হাজার ৭৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১১ হাজার ৩৬৮ জন। মারা গেছেন ১ হাজার ৬৪১ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৩ জন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের