
গত এক দিনে ৮৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে এ রোগে চারজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক রোগী ভর্তির ওই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ২১ সেপ্টেম্বর ৭৪০ জনকে হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২০৯ জন, ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৬৬ জন, এর পর ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৬৪ জন, খুলনা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ছয়জন ভর্তি রোগীর তথ্য পাওয়া গেছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫১ জন; মৃত্যু হয়েছে ১৯২ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে ও মৃত্যু ঢাকা মহানগরে। রোববার পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৪ জন ও মৃত্যু হয়েছে ২৮ জনের। ঢাকা মহানগরে আক্রান্ত ১২ হাজার ২৩৭ জন ও মৃত্যুসংখ্যা ১১৯।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৩০ জন। তাদের মধ্যে ১ হাজার ৪৮৪ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৪৬ জন।
জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন; মৃত্যু হয় ১০ জনের। ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিন জনের। মার্চে ৩৩৬ জন আক্রান্ত হলেও কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু হয় সাতজনের। মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু হয় তিনজনের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৯৫১; মৃত্যু হয় ১৯ জনের। জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন আক্রান্ত হন; মৃত্যু হয় ৪১ জনের। আগস্টে হাসপাতালে ভর্তি হন ১০ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয় ৩৯ জনের। চলতি মাস সেপ্টম্বরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৭৫ জন; মৃত্যু হয়েছে ৭০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ৯৯৭ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।
রেডিওটুডে নিউজ/আনাম