শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

পরমাণু অস্ত্র ব্যবহারে রাশিয়াকে উস্কানি দিচ্ছে ওয়াশিংটন: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২৩:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২২

Google News
পরমাণু অস্ত্র ব্যবহারে রাশিয়াকে উস্কানি দিচ্ছে ওয়াশিংটন: মস্কো

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করে বলেন, তারা এ ক্ষেত্রে কোনো সীমারেখা মানছে না। জাখারোভা বলেন, সাত মাসের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সব ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। ‌আবার মস্কোর কথিত পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে হুশিয়ারিও দিচ্ছে।

ইরনা জানিয়েছে মারিয়া জাখারোভা একটি রেডিও অনুষ্ঠানে বলেছেন ওয়াশিংটন রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে তাদের সমস্ত কৌশল কাজে লাগাচ্ছে। তিনি বলেন এর পেছনে আমেরিকার অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। জাখারোভা বলেন, রাশিয়া আমেরিকার সঙ্গে বৈঠক করতে বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনের ভূমিকা বিশ্বকে এরইমধ্যে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন পরমাণু অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্তের বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নির্ভর করছে।

অপরদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেফ ইউরোপ ও আমেরিকার চাপের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করার অধিকার রাখে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের