শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চার বাংলাদেশি গুরুতর আহত

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৪ অক্টোবর ২০২২

আপডেট: ২০:৩৮, ৪ অক্টোবর ২০২২

Google News
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চার বাংলাদেশি গুরুতর আহত

ফাইল ছবি

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। আহত শান্তিরক্ষীরা হলেন মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাঙ্গীর আলম ও সৈনিক শরীফ হোসেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি এই বিস্ফোরণের শিকার হয়। ঘটনাস্থলেই চার বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হন।

আহত শান্তিরক্ষীদের অবিলম্বে চিকিৎসা দেওয়াসহ উন্নত চিকিৎসার জন্য বুয়ার শহরে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের