
জার্মানির উত্তরাঞ্চলীয় এলাকায় একটি লোকার ট্রেনে বুধবার ছুরি হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলার এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অবশ্য প্রাথমিকভাবে এ হামলায় কতজন আহত হয়েছেন বা কতজনের অবস্থা গুরুতর, সে তথ্য জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক বলেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলাকারীর উদ্দেশ্য বের করার চেষ্টা করছে।
জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।
রেডিওটুডে/এমএমএইচ