বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে

রেডিওটুডে আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৪:১৫, ৩১ জানুয়ারি ২০২৩

Google News
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে

সংগৃহীত ছবি

পাকিস্তানের পেশোয়ারের মসজিদে বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। আরও দেড় শতাধিক মানুষ ভয়াবহ এ বিস্ফোরণে আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অনেকেই। উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বিবিসি।

শহরের পুলিশ লাইনস এলাকায় গতকাল সোমবার জোহরের নামাজের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই হামলা চালানো হয়েছে মূলত পুলিশকে লক্ষ্য করে।

শহরটির কমিশনার রিয়াজ মেহসুদ জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছে তাদের উদ্ধারে এখনও অভিযান চলছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরের হাসপাতালগুলোতে। আহতরা সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছে।

মসজিদের মূল হলটি ধসে পড়েছে, যদিও ভবনের বাকি অংশ অক্ষত আছে। ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য বিস্ফোরণের সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের