শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

শুক্রবার,

০২ জুন ২০২৩,

১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

ব্রাজিলে মাদক চক্রের প্রধানকে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২৪ মার্চ ২০২৩

Google News
ব্রাজিলে মাদক চক্রের প্রধানকে ধরতে অভিযান, সংঘর্ষে নিহত ১৩

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর এলাকায় একটি মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। 

পুলিশ জানায়, এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের