শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভারতে ট্রেন দুর্ঘটনা: রক্ত দিতে হাসপাতালে দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৩ জুন ২০২৩

Google News
ভারতে ট্রেন দুর্ঘটনা: রক্ত দিতে হাসপাতালে দীর্ঘ লাইন

ভারতের ওড়িশায় তিনটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৯০০ জন। এদিকে আহতদের রক্ত দিতে ওড়িশার বালাশোর শহরের হাসপাতালগুলোতে মানুষজনের দীর্ঘ সারি দেখা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ দুর্ঘটনায় আজ শনিবার ওড়িশায় এক দিনের শোক ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

বার্তা সংস্থা এএনআইকে গণেশ নামের স্থানীয় একজন বলেন, আমি দুর্ঘটনাস্থলের কাছেই ছিলাম। আমরা দুই থেকে তিন শ জনকে উদ্ধার করেছি।

ভারতের সেনাবাহিনীর কর্নেল এসকে দত্ত জানান, রাত থেকে পুরোদমে উদ্ধার কাজ চলছে। কলকাতা থেকে আরও সেনাবাহিনী আসছে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ২০০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ৪৫টি ভ্রাম্যমাণ মেডিকেল দল কাজ করছে। এছাড়া ১০০জন অতিরিক্ত ডাক্তার নিয়োজিত করা হয়েছে।

ওড়িশা রাজ্যের মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন, দুর্ঘটনায় একটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি কেটে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের