সোমবার,

১১ নভেম্বর ২০২৪,

২৭ কার্তিক ১৪৩১

সোমবার,

১১ নভেম্বর ২০২৪,

২৭ কার্তিক ১৪৩১

Radio Today News

ইমরানকে কারাগারে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৯:০০, ২৮ নভেম্বর ২০২৩

Google News
ইমরানকে কারাগারে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

পাকিস্তনের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল কাদির দুর্নীতি ট্রাস্ট মামলায় আবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল আদিয়ালা কারাগারে সাক্ষাৎ করে। এসময় তারা আল কাদির ট্রাস্টের মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদ করে। এনএবির এক সিনিয়র কর্মকর্তা ডনেকে জানান, কারাগারে ইমরান খানকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে এ মামলায় দুর্নীতিবিরোধী নজরদারিকারী কর্মকর্তারা তার সাথে কারাগারে দেখা করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইমরান খান ও তার স্ত্রী ৫০ বিলিয়ন রুপির বৈধতা দিয়েছিলেন। এর বিপরীতে তারা টাউন লিমিটেড নামের আবাসিক কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও ঘুষ নিয়েছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে সমঝোতা চুক্তিসংক্রান্ত তথ্য গোপন করে মন্ত্রিসভাকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের