মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

মঙ্গলবার,

১৯ মার্চ ২০২৪,

৫ চৈত্র ১৪৩০

Radio Today News

রানী দ্বিতীয় এলিজাবেথের ভ্রমণ বাতিল, বিশ্রামের পরামর্শ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ০৩:৫৯, ২১ অক্টোবর ২০২১

Google News
রানী দ্বিতীয় এলিজাবেথের ভ্রমণ বাতিল, বিশ্রামের পরামর্শ

রানী দ্বিতীয় এলিজাবেথ (ফাইল ছবি)

অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে উত্তর আয়ারল্যান্ডের ভ্রমন বাতিল করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি উইন্ডসর ক্যাসেলে বিশ্রামে রয়েছেন। এক বিবৃতিতে আজ (বুধবার) এই তথ্য জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস।

প্রাসাদ বলছে, রানীকে কয়েক দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে প্রাসাদের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, এটি করোনা সম্পর্কিত কোনো বিষয় নয়।

আনুষ্ঠানিক ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, মহামান্য রানীর শারীরিক অবস্থা ভাল আছে। তবে উত্তর আয়ারল্যান্ডে যেতে না পেরে মনক্ষুন্ন তিনি, যেখানে দুদিনের সফরে আজ আগামীকাল বেশ কিছু আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

রানী উত্তর আয়ারল্যান্ডের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে সেখানে যাওয়ার জন্য উন্মুখ রয়েছেন বলেও জানানো হয়েছে ঐ বিবৃতিতে।

রেডিওটুডে নিউজ/এসএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের