মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৫,

৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

টিউলিপ সিদ্দিকের জায়গায় দায়িত্ব পেলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৫ জানুয়ারি ২০২৫

Google News
টিউলিপ সিদ্দিকের জায়গায় দায়িত্ব পেলেন যিনি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে। অর্থনৈতিক সচিব পদে সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। তিনি এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন। একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার সিদ্দিকের পদত্যাগের পর এই মন্ত্রণালয় পুনর্গঠন ঘোষণা করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

এমা রেনল্ডসের আগের দায়িত্বে নিয়োগ পেয়েছেন টরস্টেন বেল, যিনি রেজলিউশন ফাউন্ডেশন থিংকট্যাংকের সাবেক প্রধান নির্বাহী এবং এড মিলিব্যান্ডের সাবেক নীতিনির্ধারণী প্রধান ছিলেন। বর্তমানে তিনি এমপি নির্বাচিত এবং প্যাট ম্যাকফ্যাডেনের সংসদীয় ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছেন।

টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মন্ত্রী, ছিলেন সেই কর্মকর্তা যার দায়িত্ব ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি রোধ করা। তবে তাঁর বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে, যা তার পদত্যাগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের