শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন করবে ফাইজার ও বায়োএনটেক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৩, ২২ জুলাই ২০২১

Google News
আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন করবে ফাইজার ও বায়োএনটেক

আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন করবে ফাইজার ও বায়োএনটেক

এবার আফ্রিকায় করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দিয়েছে ফাইজার ও বায়োএনটেক। এই দুই প্রতিষ্ঠান বুধবার ঘোষণা করেছে যে, তারা দক্ষিণ আফ্রিকার একটি সংস্থার সঙ্গে ভ্যাকসিন প্রস্তুত ও আফ্রিকায় বিতরণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি মোতাবেক কেপ টাউনের বায়োভ্যাক ইনস্টিটিউট ২০২২ সালে বার্ষিক এক কোটি ভ্যাকসিন উৎপাদন করবে। এই সংস্থাটি ইউরোপ থেকে ভ্যাকসিনের উপাদান সংগ্রহ ও মিশ্রণ করে শিশিতে রাখবে এবং প্যাকেটজাত করে আফ্রিকার ৫৪টি দেশে পাঠাবে।

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, আফ্রিকার ১৩০ কোটি জনগণের ২%'র কম, যারা মাত্র একটি টিকা নিয়েছেন তাদের ভ্যাকসিন সঙ্কট দূর করতে এই চুক্তি এই অবদান রাখবে।

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বৌরলা বলেন, তাদের সংস্থার লক্ষ্য হচ্ছে- সমগ্র আফ্রিকা মহাদেশজুড়ে জনগণের কাছে ভ্যাকসিন পৌঁছানো। যা বিগত চুক্তির চাইতে ভিন্নতর, যেখানে শুধু ধনী দেশগুলিতে বিক্রি ও সরবরাহের জন্য দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছিল।

সূত্র: ভোয়াবাংলা

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের