
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (২৫ আগস্ট)।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এ পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। গতকাল সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিবুল ইসলাম ও ফরেনসিক বিভাগের অপর কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন।
সাক্ষে রাজিবুল ইসলাম জানান, তিনিই পোস্টমর্টেম করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের। তিনি বলেন, আবু সাঈদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলির ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে। তবে এই রিপোর্ট পরপর তিনবার দিলেও তা গ্রহণ করেনি পুলিশ। নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হয়ে রিপোর্ট বদল করতে।
এসময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।
এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
রেডিওটুডে নিউজ/আনাম