মোসাব্বিরকে গুলি করে হত্যা, শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

Radio Today News

মোসাব্বিরকে গুলি করে হত্যা, শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৮, ১১ জানুয়ারি ২০২৬

Google News
মোসাব্বিরকে গুলি করে হত্যা, শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার জিনাতসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

এদিকে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, ডিবির অভিযানে গ্রেপ্তার ৪ জনের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত শুটার জিনাত ছাড়াও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল রয়েছে। সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় মামলা করা হয়। নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে এই মামলা করেন। 

উল্লেখ্য, আজিজুর রহমান মুসাব্বির বিগত আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলার আসামি হন এবং বেশিরভাগ সময় তিনি কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় রাজনীতিতে আবারও সক্রিয় হয়েছিলেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের