সমীর দাস নিহতের ব্যাপারে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার শনাক্ত

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

সমীর দাস নিহতের ব্যাপারে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার শনাক্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১১, ১৩ জানুয়ারি ২০২৬

Google News
সমীর দাস নিহতের ব্যাপারে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার শনাক্ত

দাগনভূঞায় সমীর দাস নিহতের ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো সম্পর্ক নেই। অথচ ভারতীয় মিডিয়ায় একে সাম্প্রদায়িক হিসেবে অপপ্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, দাগনভূঞায় সমীর দাসের লাশ উদ্ধার হয়। এ ঘটনার পর নিহতের পরিবার বলছে, এখানে সাম্প্রদায়িক সম্পর্ক নেই। অথচ, ভারতীয় মিডিয়ায় এটাকে সাম্প্রদায়িক বলে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেক টিম জানায়, ফেনীর দাগনভূঞার দক্ষিণ করিমপুর মুহুরী বাড়ি সংলগ্ন এলাকায় গত রোববার দিবাগত রাতে সমীর কুমার দাস (২৮) নামে অটোরিকশা চালক এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাম্প্রদায়িক রঙ চড়িয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু, এই ঘটনার সঙ্গে কোনো ধরনের সাম্প্রদায়িক বিষয় জড়িত নেই বলে বাংলাফ্যাক্ট জানতে পেরেছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বাংলাফ্যাক্টকে জানান, ‘আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি ও তাদের থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। তবে, এখানে কোনো সাম্প্রদায়িক বিষয় নেই।’ সমীর দাসের পরিবারের সদস্যরাও এটা নিশ্চিত করেছেন।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

‘বাংলা ফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম; যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের