মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

পেঁয়াজ কি চুল পড়া বন্ধ করে?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

Google News
পেঁয়াজ কি চুল পড়া বন্ধ করে?

বর্তমানে নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সব বয়সের মানুষই চুলের সমস্যায় ভুগছেন। কেউ ভুগছেন চুল পড়ার সমস্যায়, কারো অকালে ধরছে পাক, আবার রুক্ষ-শুষ্ক চুলসহ একাধিক সমস্যায় নাজেহাল অনেকেই। অনেকে বলে থাকেন, চুল পড়ার সমস্যায় সাহায্য করে পেঁয়াজ। আসলেই কি তা সত্যি? তা জানব আজকের প্রতিবেদনে।

চলুন, জেনে নেওয়া যাক।
চুল পড়া রোধে বা চুলের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন। সেগুলোর মধ্যে এমনই একটি উপকরণ হচ্ছে পেঁয়াজের রস।

পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে।এই উপকরণ কোলাজেন নামের প্রোটিন উৎপাদন করতে পারে। এই কোলাজেন প্রোটিন আমাদের নতুন চুল গজাতে, চুল পড়ার সমস্যা কমাতে এবং চুলের গঠন সার্বিকভাবে ভালো করতে সাহায্য করে। তাহলে কীভাবে পেঁয়াজ ব্যবহার করলে মিলবে উপকার, জেনে নিন- 

যেভাবে ব্যবহার করবেন
পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে পেস্ট করে নিন। এরপর মিশিয়ে দিন দুই চামচ অলিভ অয়েল।

এই মিশ্রণ মাথার তালুতে ধীরে ধীরে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই বজায় থাকবে চুলের জেল্লা। একদিকে চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর হবে। মজবুত হবে চুলের গোড়া।

পেঁয়াজ ছোট টুকরো করে ভালো করে বেটে নিন। এবার ওই মিশ্রণ থেকে রস বের করে নিন। শ্যাম্পু করার আগে এই রস তালুতে, চুলের গোড়ায় অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ভালোভাবে ঘষে শ্যাম্পু করে নিন। এতে খুশকির সমস্যাও দূর হবে। 

দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, তিন টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে দিন। এবার তালুতে ও চুলের গোড়ায় ভালো করে এই মিশ্রণ লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনবার এই মিশ্রণ লাগালে হাতেনাতে ফল পাবেন।

ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা সাধারণ সরিষার তেলের মধ্যে পেঁয়াজের রস মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নিন। কিছুটা ঠাণ্ডা হলে ওই তেল দিয়ে মাথার তালু ও চুলে ম্যাসাজ করুন। চুলের যাবতীয় সমস্যা অল্প কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে। চাইলে এই তেলের মধ্যে সামান্য মেথি, কারি পাতা অথবা কালোজিরে দিয়েও ফুটিয়ে ব্যবহার করতে পারেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের