শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

হাভানায় সরকার সমর্থকদের বিশাল সমাবেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ১৮ জুলাই ২০২১

Google News
হাভানায় সরকার সমর্থকদের বিশাল সমাবেশ

হাভানায় সরকার সমর্থকদের বিশাল সমাবেশ

কিউবার রাজধানী হাভানায় এক সপ্তাহব্যাপী বিরল বিক্ষোভ-সমাবেশের পর যুক্তরাষ্টের বাণিজ্য নিষেধাজ্ঞা ও কিউবার বিপ্লবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে সরকার আয়োজিত বিশাল সমাবেশে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। কমিউনিস্ট শাসিত দেশটিতে এই অভাবনীয় বিক্ষোভ সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে।

শনিবার সকালে সরকারপন্থী সমর্থকেরা কিউবার পতাকা নেড়ে এবং প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো ও তাঁর ভাই রাউল ক্যাস্ট্রো'র ছবি হাতে শহরের সিফ্ৰন্ট বুলেভার্ডে এসে জড়ো হতে থাকেন।

গত সপ্তাহে ব্যাপক খাদ্য ঘাটতি, রাজনৈতিক অধিকারের দাবি এবং করোনা সংক্রমণে সরকারের ব্যর্থতার অভিযোগে সারা দেশজুড়ে বিক্ষোভের জবাব দিতে সরকার এই সমাবেশের আয়োজন করে।

কিউবা সরকার তাদের অল্প-বিস্তর ত্রুটি স্বীকার করলেও বেশিরভাগ দোষ চাপায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে আয়োজিত বিপ্লবী কিউবার জনগণের বিরুদ্ধে প্রতিবাদকে। ইতিমধ্যেই যেসব জনগণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জর্জরিত।

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল, যিনি কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন, জনতার উদ্দেশ্যে বলেন, কিউবার শত্রুরা আবারো জনগণের পবিত্র একতা ও শান্তি বিনাশ করতে তৎপর হয়েছে।

সূত্র: ভোয়াবাংলা

রেডিওটুডে নিউজ/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের