রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

কানে ফিরেই ক্যাপ্টেন আমেরিকার বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১৮ মে ২০২৩

Google News
কানে ফিরেই ক্যাপ্টেন আমেরিকার বাজিমাত

`ক্যাপ্টেন আমেরিকা`- খ্যাত অভিনেতা জনি ডেপ

কান চলচ্চিত্র উৎসবে দীর্ঘদিন পর ফিরেই বাজিমাত করেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত তারকা জনি ডেপ। নিজের অভিনীত সিনেমা ‘জ্যাঁ দো বাঘি’র জন্য উৎসবে ৭ মিনিটের ‘স্ট্যান্ডিং অভেশন’ পেয়েছেন জনি ডেপ।

উৎসবে উপস্থিত হাজারো দর্শক অভিনেতা ও জুরিদের সামনে এমন সম্মাননা পেয়ে জনি ডেপ আবেগাপ্লুত হয়ে পড়েন। সবাই যখন তাকে দাঁড়িয়ে সম্মান জানান, সেই সময় তাকে চোখ মুছতে দেখা যায়। এ বিরল সম্মাননা দেখে তিনি বলেন, "আমি আমার ভালোবাসার মানুষ, আমার প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান লে প্যাক্ত-এর সঙ্গে এ সুন্দর মুহূর্ত শেয়ার করে নিতে চাই। এটা ছিল এমন একটা ছবি যার অর্থায়ন করা কঠিন হয়ে পড়েছিল। আমি বিমোহিত এবং আবেকআপ্লুত, ধন্যবাদ।"

ফরাসি অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন ফরাসি ভাষার ছবি ‘জ্যাঁ দো বাঘি’ পরিচালনা করেছেন।

হাজার হাজার ভক্তের উচ্ছ্বাস ও করতালির মাঝে কান চলচ্চিত্র উৎসবে পৌঁছান জনি ডেপ। বাইরে অপেক্ষমান ভক্তদের অনেকেই প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে চান, কেউ কেউ সফলও হয়েছেন। অনুষ্ঠানের লাল গালিচায় প্রবেশের আগে ভক্তদের সঙ্গে বাইরে পুরো পাঁচ মিনিট সময় কাটান ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’।

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের