বুধবার,

০৮ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

বুধবার,

০৮ মে ২০২৪,

২৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে, নতুন ভর্তি ৩২১জন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৫:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২১

Google News
ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে, নতুন ভর্তি ৩২১জন

প্রতীকী ছবি

এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২৪৬ জন ও ঢাকার বাহিরে ৭৫ জন হাসপাতালে রয়েছেন।

এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে সোমবার (১৩ সেপ্টম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হলেন  ১৪ হাজার ২২১জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৫৪ জন। এদিকে এখনো ভর্তি আছেন এক হাজার ২৭১ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এসব তথ্য জানিয়েছেন।

কীটতত্ব বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশার উপদ্রব এখনো কমেনি। ভাইরাস বহনকারী এডিস মশার কামড়ে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। পূর্ণাঙ্গ এডিস মশা ও মশার লাভা ধ্বংস না করলে সেপ্টম্বর জুড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। এরপর অক্টোবরের দিকে শীত পড়লে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের