রোববার,

০১ অক্টোবর ২০২৩,

১৬ আশ্বিন ১৪৩০

রোববার,

০১ অক্টোবর ২০২৩,

১৬ আশ্বিন ১৪৩০

Radio Today News

বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Google News
বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চালু হচ্ছে জাতীয় ডেবিট কার্ড

বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে জাতীয় ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বরে জাতীয় ডেবিট কার্ড সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমেই ডুয়েল কারেন্সি (টাকা-রুপি) ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংকে এই কার্ড চালুর বিষয়ে পাইলটিং করছে কেন্দ্রীয় ব্যাংক।

মুখপাত্র বলেন, ধারণা করা হচ্ছে, আগামী ১ নভেম্বর জাতীয় ডেবিট কার্ড চালু করা যাবে, তবে এখনও নিশ্চিত নয়। উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হলে জানানো হবে। 

তিনি বলেন, কার্ড চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক পাইলটিং করছে। সোনালি ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকও প্রাথমিক পাইলট কার্যক্রমে সহায়তা করছে। প্রথমে জাতীয় ডেবিট কার্ড চালু করা হবে। পরে এই কার্ডে বিভিন্ন ফিচার যুক্ত করে এর মাধ্যমেই টাকা-রুপিতে লেনদেনের সুবিধা প্রদান করা হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের