শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

ইসিতে তৃতীয় দিনের মতো আপিল গ্রহণ কার্যক্রম চলছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৫, ৭ ডিসেম্বর ২০২৩

Google News
ইসিতে তৃতীয় দিনের মতো আপিল গ্রহণ কার্যক্রম চলছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা তৃতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে চলছে এই কার্যক্রম।

এর আগে বুধবার দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে জমা পড়ে ১৪১টি আবেদন। দুই দিনে মোট আপিল করেন ১৮৩ জন মনোনয়ন প্রত্যাশী।

যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্যান্য সংশোধনযোগ্য ইস্যু ছিল, সেগুলোর সমাধান করে আপিল করেছেন তারা। ঋণ খেলাপির কারণে বাদ পড়া অনেকেই অর্থ পরিশোধ করে হালনাগাদ তথ্যসহ আপিল আবেদন করছেন ইসিতে।

৯ ডিসেম্বর পর্যন্ত আপিল নেবে ইসি। ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ঋণ খেলাপি, বিল বকেয়া, আয়কর রিটার্নের সত্যায়িত কপি না থাকা ও প্রার্থীদের স্বাক্ষর না মেলার মতো ইস্যুতে বাতিল হয় ৭৩১ জনের মনোনয়ন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের