
গত তিন সংসদ নির্বাচন ‘সুন্দর, গ্রহণযোগ্য’ হয়েছে বলে সাফাইকারী বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অনুমোদন দেবে না নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে- ‘খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন’ হয়েছে, তাদের নেব কেন? যাদের অভিজ্ঞতা আছে, ক্রেডিবিলিটি আছে তাদের নেব।
আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে আসতে আগ্রহী জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা অলরেডি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা বলছিল আসতে চায়।
সিইসি বলেন, কানাডিয়ান হাই কমিশনার জানতে চেয়েছেন ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন? আমরা বিস্তারিত জানিয়েছি। সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করবো। পুলিং স্টাফ ও এজেন্টদের ট্রেনিং, পর্যবেক্ষকদের ট্রেনিং চালু করবো আমরা। এসব বিষয়ে আমরা সহায়তা চেয়েছি। তারা চান আগামী নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। নারী ভোটারদের উপস্থিতি বাড়ানোর তাগিদ দিয়েছেন।
তিনি জানান, তাদের (কানাডিয়ান রাষ্ট্রদূত) নির্বাচনী অভিজ্ঞতার আলোকে আমরা সাজেশন চেয়েছি। তারা এই কমিশনের উপর আশ্বস্ত যে এই কমিশন একটু সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কানাডার সাথে আমাদের আলোচনা চলমান থাকবে।
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটের সময় সীমা নিয়ে আলোচনা হয়নি। ভোটের দুই মাস আগে জানানো হবে।
রেডিওটুডে নিউজ/আনাম