শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫,

২১ ভাদ্র ১৪৩২

Radio Today News

পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহের টেন্ডার বাতিলের নির্দে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহের টেন্ডার বাতিলের নির্দে

কয়লা সরবরাহে ব্যপক অনিয়মের অভিযোগে পটুয়াখালী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ বছর মেয়াদী টেন্ডার বাতিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির অপারেটর প্রতিষ্ঠান আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডেকে (আরএনপিএল) এই নির্দেশ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে যত দ্রুত সম্ভব একটি একটি নতুন দরপত্র আহ্বানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দরপত্রে চুক্তির মেয়ার ৫ বছর থেকে কমিয়ে ২ বছর করতে বলা হয়েছে।

তদন্ত কমিটি দরপত্র প্রক্রিয়ার কারিগরি এবং অর্থিক মূল্যায়ন করে  অনিয়ম পাওয়ার পর গত ৭ আগস্ট এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে,  ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সংগ্রহে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্রের কারিগরি এবং আর্থিক মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং ত্রুটির কারণে এটি বাতিল করা উচিত।

আদেশটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান, আরএনপিএল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার ব্যক্তিগত সচিব এবং বিদ্যুৎ সচিবকে জানানো হয়েছে।

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, কয়লা সরবরাহকারী নিয়োগের প্রক্রিয়া প্রতিযোগিতামূলক না হলে কয়লার দাম বাড়বে এবং শেষ পর্যন্ত যা বিদ্যুতের দাম বাড়িয়ে দিবে। তিনি আরো বলেন, সংক্ষিপ্ত সময়ের জন্য দরপত্র দেওয়া হলে অনেক ছোট সরবরাহকারীও প্রতিযোগিতা করার সুযোগ পাবে। 

এর আগে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে সংবাদ প্রচার হলে চলতি বছরের ১১ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, দরপত্রে এমন কিছু শর্ত ছিল যা শুধু একটি দরদাতা সিঙ্গাপুর-ভিত্তিক ইয়ংটাই এনার্জি প্রাইভেট লিমিটেডকে সুবিধা দিয়েছিল।

২০২৪ সাল থেকে তিনবার আহ্বান করা দরপত্রে একমাত্র যোগ্য প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয় প্রতিষ্ঠানটি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের