শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫,

৪ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫,

৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

পুলিশে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
পুলিশে এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো মোট ৪,০০০ এএসআই পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২,০০০ পদে সরাসরি নিয়োগ এবং বাকি ২,০০০ পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, এ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন বাহিনীতে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। সেই আলোকে পুলিশের নিয়োগ কার্যক্রম এগিয়ে চলেছে। এর মধ্যে ৫০ শতাংশ নিয়োগ হবে সরাসরি এবং ৫০ শতাংশ পদোন্নতির মাধ্যমে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, পুলিশ মহাপরিদর্শক এবং একটি প্রতিনিধিদলের সঙ্গে যৌথ বৈঠকে পুলিশ রেগুলেশনের কিছু ধারা সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করা যায়।

এদিকে, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ জনবল চাহিদা বিবেচনায় নিয়ে এএসআই (নিরস্ত্র) পদে নতুন করে আরও ৮,০০০ জনবল নিয়োগের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এর অর্ধেক পদে সরাসরি নিয়োগ এবং অর্ধেক পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করার পরিকল্পনা রয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসানের সই করা এক চিঠিতে বলা হয়েছে, সরকারের অনুমোদন পেলেই যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু হবে। নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন এইচএসসি পাস ধরা হয়েছে। কনস্টেবল/নায়েক পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং বিশেষ পদোন্নতি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ এর এআইজি আফরিদা রুবাই গণমাধ্যমকে বলেন, এএসআই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে পুলিশ সদর দপ্তর। আমাদের পক্ষ থেকেও সব প্রস্তুতি শেষ করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমরা কেবল মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছি। অনুমোদন পেলেই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। 

এআইজি আফরিদা রুবাই আরও জানান, সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়েই পুলিশ সদরদপ্তর দ্রুত সার্কুলার প্রকাশের উদ্যোগ নিয়েছে। আমরা চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অল্প সময়ের মধ্যেই সার্কুলারটি প্রকাশ করা সম্ভব হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের