
চাঁদপুর-মতলব সড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে করিম সরকার (৫৬) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীসহ আরো তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ওই সড়কের কালিভাংতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদী ইউনিয়নের দীঘলদী গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বজনরা জানান, করিম সরকার চট্টগ্রামে চাকরি করতেন। গ্রামের বাড়িতে ছুটিতে এসে স্ত্রীকে নিয়ে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিকের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনায় আহত অন্যদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, একজন মৃত এবং তিনজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়।
তার মধ্যে অবস্থার অবনতি ঘটায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম