
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিইসিওএ) আহবায়ক মোহাম্মদ মনির হোসেন বলেছেন, আমরা চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব আমদের দেওয়া হোক। আশা করি নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে কাজ করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো ‘নির্বাচন কর্মকর্তা’ সম্মেলন তিনি এই কথা বলেন।
এই সম্মেলনের আয়োজক বিইসিওএ। ইসির নিজস্ব কর্মকর্তাদের জন্য ‘ইলেকশন কমিশন সার্ভিস’ চালুর বিষয়ে আইন সংশোধনে সরকারের সম্মতি পাওয়ার পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত আছেন।
ইসি সচিবালয়, ১০টি আঞ্চলিক ও জেলা অফিস, পাঁচ শতাধিক থানা/উপজেলা নির্বাচন অফিসে প্রায় পাঁচ হাজারের বেশি এবং এনআইডি উইংয়ে সহস্রাধিক লোকবল কর্মরত আছে। এদের মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন আট শতাধিক। সেই আট শতাধিক কর্মকর্তা এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলেও জানান মনির হোসেন।
মনির হোসেন জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এআই জেনারেটেড মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন প্রতিরোধ করতে সারাদেশের উপজেলা ও জেলার নির্বাচন কর্মকর্তারা কাজ করবেন। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বলেন, আমরা একটি ভালো নির্বাচন চাই। প্রত্যেক ভোটার যাতে ভোট দিতে পারে। সেই সঙ্গে কমিশনের প্রতি আস্থা ফিরিয়ে আনা জরুরি বলেও মনে করেন তিনি।
মনির হোসেন জানান, অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো নির্বাচন কর্মকর্তা সম্মেলন হচ্ছে। এতে সারাদেশের আট শতাধিক প্রথম শ্রেণির নিজস্ব কর্মকর্তা অংশ নিচ্ছেন। সম্মেলনে নিজেদের কথা যেমন উপস্থাপন করা হবে, তেমনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাই ইসির দিকনির্দেশনাও পাবেন।
রেডিওটুডে নিউজ/আনাম