আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

বৃহস্পতিবার,

১১ ডিসেম্বর ২০২৫,

২৬ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

১১ ডিসেম্বর ২০২৫,

২৬ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৪, ১০ ডিসেম্বর ২০২৫

Google News
আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সিইসির কক্ষে কমিশনারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান— আগামীকাল সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায়ের প্রসঙ্গে সচিব বলেন— “আমরা এখনও আদালতের রায় পাইনি। আপাতত কমিশনের গেজেটেড ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের