অভিযুক্ত ২৫ বাংলাদেশির জন্য বড় সুখবর দিয়েছে আরব আমিরাত

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬,

২৮ পৌষ ১৪৩২

Radio Today News

অভিযুক্ত ২৫ বাংলাদেশির জন্য বড় সুখবর দিয়েছে আরব আমিরাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৬, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:২০, ১১ জানুয়ারি ২০২৬

Google News
অভিযুক্ত ২৫ বাংলাদেশির জন্য বড় সুখবর দিয়েছে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকায় ইউএই দূতাবাস আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন।

ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লংঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিতদের ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিল।
ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক।

এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দন্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন। এটি ইউএইর মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মহানুভবতা ও উদারতার প্রতিফলন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের