মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভিসা স্যাংশন কাউকে উদ্দেশ্য করে দেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৮, ৩১ মে ২০২৩

Google News
ভিসা স্যাংশন কাউকে উদ্দেশ্য করে দেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভিসা স্যাংশন কাউকে উদ্দেশ্য করে দেয়া হয়নি। এটা একটা সুন্দর নির্বাচনের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, সরকার কোনো মাসল ম্যান (পেশি শক্তি) বা বন্দুকের নলে বিশ্বাস করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক পাড়ায় সিকিউরিটির ব্যাঘাত বিষয়ে জানতে চেয়েছেন পিটার হাস। যে চার অ্যাম্বাসিতে সিকিউরিটি দেয়া হতো সেটা তাদের জন্য অতিরিক্ত সিকিউরিটি ছিল। এখন যদি কেউ নিতে চায় তাহলে আলাদা পারিশ্রমিকের ভিত্তিতে নিতে হবে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে মৌখিক একটা আবেদন করা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যদি রোড সিকিউরিটি কোনো দেশ নিতে চায় পে করেই নিতে হবে। অন্য দেশ চাইলেও নিতে পারে।

সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে সরকার শুভেচ্ছা জানিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ, সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই নির্বাচনে জিততে চায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের