শুক্রবার,

২২ সেপ্টেম্বর ২০২৩,

৬ আশ্বিন ১৪৩০

শুক্রবার,

২২ সেপ্টেম্বর ২০২৩,

৬ আশ্বিন ১৪৩০

Radio Today News

এটা স্মার্ট লুটপাটের বাজেট: বাজেট প্রতিক্রিয়ায় আমির খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৯, ১ জুন ২০২৩

আপডেট: ১৯:৩০, ১ জুন ২০২৩

Google News
এটা স্মার্ট লুটপাটের বাজেট: বাজেট প্রতিক্রিয়ায় আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা স্মার্ট লুটপাটের বাজেট। এদেশের মানুষও স্মার্ট হয়ে আছে, মুখিয়ে আছে এর স্মার্ট জবাব দেওয়ার জন্য। তিনি বলেন, বাজেটে মানুষের চিন্তার প্রতিফলন ঘটেনি। বাজেটে বড় অবকাঠামো দেখাচ্ছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এসবের কারণে লোনের বোঝা আরো বাড়বে।

বৃহস্পতিবার বনানীতে তার নিজ বাসভবনে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে লুটপাটের অর্থনীতির মডেল সৃষ্টি করেছে সরকার। আগামী প্রজন্মকে এ লুটপাটের দায় বইতে হবে। সরকার অর্থনীতিকে যে অবস্থায় নিয়ে গেছে সেটাকে উদ্ধার করতে হলে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে। আর এই সমাধান হলো এই সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ।

তিনি বলেন, সাধারণ মানুষের অনেকেই আজ ঋণ করে চলছে, অনেকের সেভিংস ভেঙে ফেলছে। অনেকে দুইবেলার জায়গায় একবেলা খাচ্ছে, খাবারের মেনু সীমিত করেছে। স্বাস্থ্য সেবা সীমিত করেছে। এই অবস্থায় সব জায়গায় ট্যাক্স ধার্য করা হয়েছে। এই বাজেট তারা দিয়েছে নাকি আইএমএফ দিয়েছে সেটা দেখতে হবে। মূলত আইএমএফের শর্ত অনুযায়ী তাদেরকে বাজেট দিতে হবে।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের