শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

শনিবার,

১০ মে ২০২৫,

২৭ বৈশাখ ১৪৩২

Radio Today News

‘হিযবুত তাহরীরের সাথে দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৪, ৭ মার্চ ২০২৫

Google News
‘হিযবুত তাহরীরের সাথে দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই’

হিযবুত তাহরীরের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই, তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

শুক্রবার হিযবুত তাহেরীর প্রকাশ্যে কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তারা এ অভিযোগ তোলেন।

ছাত্রসংসদের নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে। প্রশাসন তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তারা। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি আবারও প্রতিষ্ঠা হচ্ছে। আজ যারা উগ্রবাদের মিছিল বের করেছিলো তাদের ৪৮ ঘণ্টার মাঝে গ্রেপ্তার করতে হবে। 

এসময় প্রশাসনের ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

হিযবুত তাহরীর বায়তুল মোকররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক দফা তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের