বুধবার,

২৩ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

বুধবার,

২৩ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জামায়াতের সংস্কার প্রস্তাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩, ২০ মার্চ ২০২৫

Google News
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জামায়াতের সংস্কার প্রস্তাব

সংবিধান সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাবনায় মতামত জমা দিয়েছে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে জাতীয় ঐকমত্য কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল।

৫ কমিশনের সুপারিশের ওপর জামায়াতে ইসলামী সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে। কমিশনগুলো হল -সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক আর নির্বাচন কমিশন।

প্রস্তাবনা জমা দেয়ার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেধে দেয় নাই। সময়ের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। মিনিমাম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি জামায়াতে ইসলামী।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিতর সংস্কারের ব্যাপারে কোনোরকম দ্বিধা বা সংশয় নেই। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা। আগামী দুই একদিনের মধ্যে বিএনপি জমা দেবে বলেছে।

তিনি বলেন, ঈদের আগে ৪টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন, ঈদের ছুটির পর ৭ এপ্রিল থেকে শুরু হবে বাকি দলগুলোর সাথে আলোচনা।

ড. আলী রিয়াজ জানান, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করবে জাতীয় ঐকমত্য কমিশন। দু’একদিনের মধ্যে প্রস্তাবনা জমা দেবে বিএনপি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের