বুধবার,

২১ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২১ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৩, ২১ মে ২০২৫

Google News
হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে তার দল। রাজধানীর ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় নোটিশটি দেওয়া হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়।

ইসি পুনর্গঠনের দাবিতে আজ আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ কর্মসূচিইসি পুনর্গঠনের দাবিতে আজ আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

নোটিশে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, এদের একজন—মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্খলনের অভিযোগে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে। তা সত্ত্বেও, হান্নান মাসউদ থানায় গিয়ে আটক ওই তিনজনের পক্ষে মুচলেকা দিয়ে তাদের জামিনে মুক্ত করেন।

এ প্রেক্ষিতে নোটিশে বলা হয়েছে, এই ঘটনায় তার ব্যাখ্যা এবং কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেই লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের