শুক্রবার,

২৩ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শুক্রবার,

২৩ মে ২০২৫,

৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

অভিমান একদিকে রেখে, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমিরের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৬, ২২ মে ২০২৫

আপডেট: ২১:২৭, ২২ মে ২০২৫

Google News
অভিমান একদিকে রেখে, দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমিরের

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আমিন।

আরেক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের