
অন্তবর্তী সরকারের তিন উপদেষ্টা নিজেরা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাড়াও শীর্ষক মুক্ত প্রতিবাদসভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
এসময় দেশে যে অস্থিরতা চলছে, তা কারা করছে, সেই প্রশ্ন রেখে বলেন, এ অস্থিরতার দায়ভার বিএনপি নেবে না। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, পদত্যাগ না করে দ্রুত নির্বাচন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, দেশে যেন একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এটার মূলহোতা কারা, কে সৃষ্টি করছেন, কারা নির্বাচন দেরিতে করতে চাচ্ছেন-এই বিষয়গুলো আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে। জুলাইতে হবে না ডিসেম্বরে হবে-রোডম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, হাসিনার আমলে আয়নাঘরে ছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন-তারা আপনার সঙ্গে বসতে পারতো। কিন্তু এখনো তো নির্বাচনের ম্যাপটা ঘোষণা করলেন না।
তিনি আরও বলেন, সংস্কার করেন, তবে এমন সংস্কার করবেন না যেই সংস্কারের মধ্যে দিয়ে করিডর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার কইরেন না, যেই সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে।
রেডিওটুডে নিউজ/আনাম