রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

Radio Today News

ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেবে না এনসিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০২, ১৭ আগস্ট ২০২৫

Google News
ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেবে না এনসিপি

ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়নসহ আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এ সবের ব্যতিক্রম হলে আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ারও কথা ভাবছে দলটি। বিশ্লেষকরা বলছেন, পরবর্তী সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন নাও করতে পারে—এমন অনাস্থা থেকেই এনসিপির এমন অনঢ় অবস্থান। 

গত ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের এক সম্মেলনে দলটির শীর্ষ নেতারা বলেন, ঘোষণাপত্র নিয়ে তারা প্রতারিত হয়েছেন। যেভাবে ঘোষণাপত্র হওয়ার কথা ছিল সেটা হয়নি। তাই জুলাই সনদ নিয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নন।

ওই সম্মেলনে এনসিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেটিতে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। রাষ্ট্রকাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব। সেই জুলাই সনদে আমরা একবিন্দু পরিমাণ ছাড় দেব না।’

তারা বলেন, নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে এমন বক্তব্যের ওপর আস্থা রাখতে পারছে না এনসিপি। 

দলটির নেতারা নিউজ টোয়েন্টিফোরকে জানান, জুলাই সনদ নতুন বাংলাদেশের স্বীকৃতির দলিল। এই সনদ কার্যকর না হলে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছিল, তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না।

তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। করতে হবে বাস্তবায়নও।  

বিশ্লেষকরা বলছেন, অতীতে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। অনাস্থার জায়গা থেকেই সনদ ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির এমন কঠোর অবস্থান।

সনদ বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথাও ভাবছে জাতীয় নাগরিক পার্টি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের