রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

সোমবার,

২০ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

সোমবার,

২০ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

Radio Today News

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৮, ২০ অক্টোবর ২০২৫

Google News
রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। চারদিকে যখন একটা অনৈক্যের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।

সোমবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অস্থিরতা চলছে উল্লেখ করে তিনি বলেন, জেন-জি’দের চিন্তা-ভাবনা এবং আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। প্রজন্মের যে পার্থক্য এটা অস্বীকার করার উপায় নেই।

‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ নামের মাসিক ম্যাগাজিন আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থার জন্য দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র। এখানে শিক্ষার ওপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে।

‘শিক্ষার্থীরা বিএ, এমএ পাস করে। কিন্তু কোনও চাকরি পায় না। কিন্তু সে যদি বিএসসি পাস করতো, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো ইলেকট্রিসিটির ওপরে অথবা অন্য বিষয়ের ওপরে তাহলে তার চাকরি কেউ আটকাতে পারতো না। এই যে নীতির ব্যাপারটা এখানেই রাজনীতিবিদদের ব্যর্থতা।’ -বলেন মির্জা ফখরুল।

শুধু অতি মেধাবীদের জন্য উচ্চ শিক্ষা এবং বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে সবচেয়ে ভালো হতো বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মির্জা ফখরুল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যৎ তোমাদের ডাকছে। নিজেকে তৈরি করতে হবে প্রতিযোগিতার জন্য। কারণ, এখনকার পৃথিবী প্রতিযোগিতার হয়ে গেছে। 

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আহ্বায়ক কবীর হোসেন প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের