রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে আগুন দেওয়া হয়। পরে ইনকিলাব মঞ্চের ব্যানারে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি দল কার্যালয়ের চতুর্থ তলার একটি জায়গায় কাঠ, কার্টন জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে গেলে সেখানে থাকা ব্যক্তিরা আবারও সেখানে আগুন লাগায়। বেলা সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি দেখা গেছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। কেবল এই ভবনই নয়, রাজধানীর তেঁজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয়। তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কোথাও কোথাও মিছিল করেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।
মতিঝিল জোনের সহকারী কমিশনার এসি হুসাইন মুহাম্মদ ফারাবী সমকালকে বলেন, ‘ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি গ্রুপ আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দিয়েছে। পরে তারা ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করছে।’
রেডিওটুডে নিউজ/আনাম

